লেনদেন সংক্রান্ত সূত্রাবলি | Transactional formulas
লেনদেন সংক্রান্ত সূত্রাবলি:
১. হিসাব সমীকরণ: A (সম্পদ) = L (দায়) + E (মালিকানা স্বত্ব)
২. হিসাব সমীকরণের বর্ধিত রূপ: A = L + (C + R - Ex - D)
এখানে,
A = Assets (সম্পদ)
L = Liabilities (দায়)
C = Capital (মূলধন)
R = Revenue (আয়)
Ex = Expenses (খরচ)
D = Drawings (উত্তোলন)
৩. মালিকানা স্বত্ব = প্রারম্ভিক মূলধন আয়সমূহ – ব্যয়সমূহ উত্তোলন
৪. দায় = মোট সম্পদ মোট মালিকানা স্বত্ব
৫. মালিকের দাবি: E (মালিকানা স্বত্ব) = A (সম্পদ) - L (দায়)
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url