SSC হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ সূত্র সমূহ | Accounting Important rules

লেনদেন সংক্রান্ত সূত্রাবলি:

১. হিসাব সমীকরণ: A (সম্পদ) = L (দায়) + E (মালিকানা স্বত্ব)

২. হিসাব সমীকরণের বর্ধিত রূপ: A = L + (C + R - Ex - D) এখানে,

A = Assets (সম্পদ)

L = Liabilities (দায়)

C = Capital (মূলধন)

R = Revenue (আয়)

Ex = Expenses (খরচ)

D = Drawings (উত্তোলন)

৩. মালিকানা স্বত্ব = প্রারম্ভিক মূলধন + আয়সমূহ – ব্যয়সমূহ - উত্তোলন

৪. দায় E = মোট সম্পদ A- মোট মালিকানা স্বত্ব E 

৫. মালিকের দাবি: E = A - L

দুতরফা দাখিলা পদ্ধতি সংক্রান্ত সূত্রাবলি:

১. সুবিধা গ্রহীতা = ডেবিট

২. সুবিধা দাতা = ক্রেডিট

৩. মোট ডেবিট টাকা = মোট ক্রেডিট টাকা

একতরফা দাখিলা পদ্ধতি সংক্রান্ত সূত্রাবলি:

১. প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ – প্রারম্ভিক মোট দায়

২. সমাপনী মূলধন = সমাপনী মোট সম্পদ - সমাপনী মোট দায়

৩. লাভ/ক্ষতি = {(সমাপনী মূলধন + উত্তোলন) – (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন)}

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সংক্রান্ত সূত্রাবলি:

১. মূলধন জাতীয় প্রাপ্তি = মূলধন আনয়ন + ঋণ গ্রহণ + স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ

২. মূলধন জাতীয় আয় = মূলধন জাতীয় প্রাপ্তি - মূলধন জাতীয় ব্যয় (সংশ্লিষ্ট সম্পদের)

৩. মুনাফা জাতীয় প্রাপ্তি = মুনাফা জাতীয় আয় + বিগত ও পরবর্তী বছরের আয়

৪. মুনাফা জাতীয় প্রদান = মুনাফা জাতীয় ব্যয় + বিগত ও পরবর্তী বছরের ব্যয়

৫. মুনাফা জাতীয় আয় = চলতি হিসাবকালের যাবতীয় আয়

৬. মুনাফা জাতীয় ব্যয় = চলতি হিসাবকালের যাবতীয় ব্যয়

৭. মূলধন জাতীয় ব্যয় = স্থায়ী সম্পদ ক্রয় + স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত খরচ

হিসাব সংক্রান্ত সূত্রাবলি:

১. প্রারম্ভিক মূলধন = মালিক কর্তৃক নগদ টাকা আনয়ন + স্থায়ী সম্পদ আনয়ন + পণ্য দ্রব্য আনয়ন

২. নিট ক্রয় = মোট ক্রয় - ক্রয় ফেরত

৩. নিট বিক্রয় = মোট বিক্রয় - বিক্রয় ফেরত

৪. মোট বিক্রয় = ধারে বিক্রয় মাধ্যমে বিক্রয় + নগদে বিক্রয় + প্রাপ্য বিলের বিক্রয়

জাবেদা সংক্রান্ত সূত্রাবলি:

১. নিট স্থায়ী সম্পদ = মোট স্থায়ী সম্পদ - পুঞ্জীভূত অবচয়

২. চলতি বছরের ভাড়া খরচ = মোট ভাড়া - বকেয়া ভাড়া + অগ্রিম ভাড়া +

৩. প্রদত্ত বাট্টা = দেনাদার - দেনাদার থেকে পূর্ণ নিষ্পত্তিতে প্রাপ্তি

৪. প্রদত্ত বাট্টা = পাওনাদার - পাওনাদারকে পূর্ণ নিষ্পত্তিতে পরিশোধ

খতিয়ান সংক্রান্ত সূত্রাবলি:

১. ব্যালেন্স C/D > খতিয়ানের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য

২. মূল হিসাব (Control Accounts) > দেনাদার হিসাব ও পাওনাদার হিসাব

৩. সহকারি খতিয়ান > প্রতিটি দেনাদার ও প্রতিটি পাওনাদারের স্বতন্ত্র খতিয়ান

নগদান বই সংক্রান্ত সূত্রাবলি:

১. নগদ উদ্বৃত্ত/তহবিল = প্রারম্ভিক নগদ + সকল নগদ প্রাপ্তি - সকল নগদ পরিশোধ

২. ব্যাংক উদ্বৃত্ত = প্রারম্ভিক উদ্বৃত্ত + যাবতীয় ব্যাংকে জমা - ব্যাংক কর্তৃক সকল পরিশোধ

৩. ব্যাংক জমাতিরিক্ত = প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত + ব্যাংক কর্তৃক সকল পরিশোধ - যাবতীয় ব্যাংকে জমা

৪. বিপরীত দাখিলার পরিমাণ = ব্যাংকে জমা + ব্যাংক থেকে উত্তোলন

৫. মোট নগদ বাট্টা = মোট প্রাপ্ত বাট্টা + মোট প্রদত্ত বাট্টা

রেওয়ামিল সংক্রান্ত সূত্রাবলি:

১. যাবতীয় খরচ ও সম্পদ বসবে > রেওয়ামিলের ডেবিট দিকে

২. যাবতীয় আয় ও দায় বসবে > রেওয়ামিলের ক্রেডিট দিকে

৩. সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় - সমাপনী মজুদ পণ্য 

৪. মুনাফা জাতীয় ব্যয় বিক্রীত পণ্যের ব্যয় অন্যান্য পরোক্ষ খরচ

আর্থিক বিবরণী সংক্রান্ত সূত্রাবলি:

১. নিট বিক্রয় = মোট বিক্রয় অলিখিত বিক্রয় বিক্রয় ফেরত

২. নিট ক্রয় = মোট ক্রয় + অলিখিত ক্রয়- ক্রয় ফেরত - পণ্য উত্তোলন - পণ্য বিতরণ 

৩. বিক্রীত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় + ক্রয় সংক্রান্ত খরচ – সমাপনী মজুদ পণ্য

৪. মোট মুনাফা = নিট বিক্রয় - বিক্রীত পণ্যের ব্যয়

৫. পরিচালন মুনাফা = মোট মুনাফা - পরিচালন ব্যয়

৬. নিট মুনাফা = পরিচালন মুনাফা + অন্যান্য আয় – অন্যান্য ব্যয়

৭. মোট সম্পদ = মোট স্থায়ী সম্পদ + চলতি সম্পদ + বিনিয়োগ + অলীক সম্পদ

৮. মোট দায় = চলতি দায় + দীর্ঘমেয়াদি দায়

৯. মালিকানা স্বত্ব = প্রারম্ভিক মূলধন + নিট মুনাফা + অতিরিক্ত মূলধন - মোট উত্তোলন + সাধারণ সঞ্চিতি

১০. বিনিয়োজিত মূলধন = মোট সম্পদ - চলতি দায়

১১. নিট মুনাফার হার =( নিট মুনাফা÷নিট বিক্রয়) × ১০০

১২. বিনিয়োজিত মূলধনের ওপর মুনাফার হার = (নিট মুনাফা ÷ বিনিয়োজিত মূলধন )× ১০০

১৩. চলতি অনুপাত = চলতি সম্পত্তি ÷ চলতি দায়

১৪. তারল্য অনুপাত = {চলতি সম্পত্তি – (মজুদ পণ্য + অগ্রিম খরচ)} ÷ চলতি দায়

পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য সংক্রান্ত সূত্রাবলি:

১. মোট ক্রয়মূল্য = ক্রয় + অন্যান্য প্রত্যক্ষ খরচ

২. ক্রীত পণ্যের মোট ব্যয় = মোট ক্রয়মূল্য + পরোক্ষ খরচসমূহ

৩. বিক্রয়মূল্য = মোট ব্যয় + প্রত্যাশিত মুনাফা

৪. ব্যবহৃত কাঁচামাল ব্যয় = কাঁচামালের প্রারম্ভিক মজুদ + কাঁচামালের ক্রয়মূল্য (কাঁচামাল ক্রয় + ক্রয় পরিবহন – কাঁচামাল ফেরত) – কাঁচামালের সমাপনী মজুদ

৫. মুখ্য ব্যয় = প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ

৬. উৎপাদন ব্যয় = মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয়

৭. রূপান্তর ব্যয় = প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরিব্যয়

৮. উৎপাদিত পণ্যের ব্যয় = উৎপাদন ব্যয় + প্রারম্ভিক চলতি কার্যের মজুদ – সমাপনী চলতি কার্যের মজুদ

৯. বিক্রীত পণ্যের ব্যয় = উৎপাদিত পণ্যের ব্যয় + প্রারম্ভিক তৈরি দ্রব্যের মজুদ – সমাপনী তৈরি দ্রব্যের মজুদ

১০. পরিচালন ব্যয় = প্রশাসনিক উপরিব্যয় + বিক্রয় উপরিব্যয়

১১. মোট ব্যয় = উৎপাদন ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় + বিক্রয় উপরিব্যয়

পারিবারিক হিসাব ব্যবস্থা সংক্রান্ত সূত্রাবলি:

১. প্রারম্ভিক পারিবারিক তহবিল = প্রারম্ভিক সম্পদ – প্রারম্ভিক দায়

২. সমাপনী হাতে নগদ = প্রারম্ভিক নগদ + নগদ প্রাপ্তিসমূহ - নগদ প্রদানসমূহ

৩. ব্যয়াতিরিক্ত আয় = মোট আয় – মোট ব্যয়

৪. আয়াতিরিক্ত ব্যয় = মোট আয় - মোট ব্যয় (ঋণাত্মক হলে)

৫. সমাপনী পারিবারিক তহবিল = প্রারম্ভিক পারিবারিক তহবিল + ব্যয়াতিরিক্ত আয় 

অথবা, প্রারম্ভিক পারিবারিক তহবিল - আয়াতিরিক্ত ব্যয়

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url