HSC হিসাব বিজ্ঞান ১ম গুরুত্বপূর্ণ সূত্র সমূহ | Accounting 1st Important Rules

লেনদেন সংক্রান্ত সূত্রাবলি:
১. হিসাব সমীকরণ, A (সম্পদ) = L (দায়) + E (মালিকানা স্বত্ব)
২. হিসাব সমীকরণের বর্ধিত রূপ, A = L + (C + R - E - D) এখানে, A = Assets (সম্পদ) L = Liabilities (দায়) C = Capital (মূলধন) R = Revenues (আয়) E = Expenses (খরচ) D = Drawings (উত্তোলন)
৩. মালিকানা স্বত্ব = প্রারম্ভিক মূলধন + আয়সমূহ ব্যয়সমূহ উত্তোলন
৪. দায় = মোট সম্পদ মোট মালিকানা স্বত্ব
৫. মালিকের দাবি (E) = সম্পদ (A) দায় (L)
হিসাব সংক্রান্ত সূত্রাবলি:
১. প্রারম্ভিক মূলধন = মালিক কর্তৃক নগদ টাকা আনয়ন + স্থায়ী সম্পদ আনয়ন + পণ্যদ্রব্য আনয়ন
২. নিট ক্রয় = মোট ক্রয় ক্রয় ফেরত– ক্রয় বাট্টা
৩. নিট বিক্রয় = মোট বিক্রয় বিক্রয় ফেরত – বিক্রয় বাট্টা
৪. মোট বিক্রয় = ধারে বিক্রয় নগদে বিক্রয় প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয়
জাবেদা সংক্রান্ত সূত্রাবলি:
১. নিট স্থায়ী সম্পদ = মোট স্থায়ী সম্পদ - পুঞ্জীভূত অবচয়
২. চলতি বছরের ভাড়া খরচ মোট ভাড়া অগ্রিম ভাড়া বকেয়া ভাড়া
৩. প্রদত্ত বাট্টা = দেনাদার দেনাদার কর্তৃক নগদ পরিশোধ
৪. প্রাপ্ত বাট্টা = পাওনাদার পাওনাদারকে পরিশোধ
নগদান বই সংক্রান্ত সূত্রাবলি:
১. নগদ উদ্বৃত্ত / তহবিল = প্রারম্ভিক নগদ সকল নগদ প্রাপ্তি সকল নগদ পরিশোধ
২. ব্যাংক উদ্বৃত্ত = প্রারম্ভিক উদ্বৃত্ত যাবতীয় ব্যাংকে জমা - ব্যাংক কর্তৃক সকল পরিশোধ
৩. ব্যাংক জমাতিরিক্ত = প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক কর্তৃক সকল পরিশোধ যাবতীয় ব্যাংকে জমা
৪. বিপরীত দাখিলার পরিমাণ ব্যাংকে জমা ব্যাংক হতে উত্তোলন
৫. মোট নগদ বাট্টা = মোট প্রাপ্ত বাট্টা মোট প্রদত্ত বাট্টা।
ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত সূত্রাবলি:
১. ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা = নগদান বই অনুযায়ী ব্যাংক জমা + বকেয়া চেক + ক্রেডিট মেমোরান্ডাম – (অনাদায়ী চেক + ডেবিট মেমোরান্ডাম)
২. নগদান বই মোতাবেক ব্যাংক জমা = ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা + অনাদায়ী চেক ডেবিট মেমোরান্ডাম – (বকেয়া চেক + ক্রেডিট মেমোরান্ডাম)
৩. ডেবিট মেমোরান্ডাম = ব্যাংক চার্জ করলে, ব্যাংক সরাসরি কোনো খরচ পরিশোধ করলে, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে।
৪. ক্রেডিট মেমোরান্ডাম = ব্যাংক সুদ মঞ্জুর করলে, ব্যাংক সরাসরি পাওনা আদায় করলে।
৫. মোট নগদ বাট্টা = মোট প্রাপ্ত বাট্টা + মোট প্রদত্ত বাট্টা।
রেওয়ামিল সংক্রান্ত সূত্রাবলি:
১. যাবতীয় খরচ ও সম্পদ ডেবিট দিকে
২. যাবতীয় আয় ও দায় ক্রেডিট দিকে
৩. সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয়- সমাপনী মজুদ পণ্য
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সংক্রান্ত সূত্রাবলি:
১. মূলধন জাতীয় প্রাপ্তি = মূলধন আনয়ন + ঋণ গ্রহণ + স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ
২. মূলধন জাতীয় আয় = স্থায়ী সম্পদের বিক্রয়লব্ধ অর্থ – সংশ্লিষ্ট স্থায়ী সম্পদের বইমূল্য
৩. মুনাফা জাতীয় প্রাপ্তি = মুনাফা জাতীয় আয় + বিগত ও পরবর্তী বছরের আয়।
৪. মুনাফা জাতীয় প্রদান = মুনাফা জাতীয় ব্যয় + বিগত ও পরবর্তী বছরের ব্যয়
৫. মুনাফা জাতীয় আয় = চলতি হিসাবকালের যাবতীয় আয়
৬. মুনাফা জাতীয় ব্যয় = চলতি হিসাবকালের যাবতীয় ব্যয়
৭. মূলধন জাতীয় ব্যয় = স্থায়ী সম্পদ অর্জন + দীর্ঘ মেয়াদি দায় পরিশোধ + বিনিয়োগ
অবচয় ধার্যের পদ্ধতি সংক্রান্ত সূত্রাবলি:
► সরলরৈখিক পদ্ধতি: সরলরৈখিক পদ্ধতিতে দুটি উপায়ে অবচয় নির্ণয় করা হয়। যথা: (ক) আয়ুষ্কাল দিয়ে; (খ) শতকরা হার দিয়ে
(ক) আয়ুষ্কাল দিয়ে,
বার্ষিক অবচয় = মোট ক্রয়মূল্য – ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কাল বার্ষিক অবচয় = (মোট ক্রয়মূল্য- ভগ্নাবশেষ মূল্য) × শতকরা হার
(খ) শতকরা হার দিয়ে,
১ আনুমানিক আয়ুষ্কাল অবচয়ের হার = × ১০০
ক্রমহ্রাসমান জের পদ্ধতি:
বার্ষিক অবচয় = সম্পদের পুস্তকমূল্য অবচয় হার অবচয়ের হার = সরলরৈখিক পদ্ধতির অবচয় হার × ২, ১ অথবা, = আনুমানিক আয়ুষ্কাল × ১০০ × ২
উৎপাদন একক পদ্ধতি সংক্রান্ত সূত্রাবলি:
একক প্রতি অবচয়ের হার = মোট ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য মোট উৎপাদন একক
বার্ষিক অবচয় = বার্ষিক উৎপাদন একক × একক প্রতি অবচয় হার
আর্থিক বিবরণী সংক্রান্ত সূত্রাবলি:
১. মোট সেবা আয় = সেবা আয় + অলিখিত সেবা আয় + অনুপার্জিত আয় অর্জিত
২. নিট বিক্রয় = বিক্রয় + অলিখিত বিক্রয় + বিক্রয়মূল্যে পণ্য উত্তোলন – বিক্রয় ফেরত – বিক্রয় বাট্টা – মুনাফাবিহীন বিক্রয় – ফেরত শর্তে বিক্রয় – ভ্যাট (যদি অন্তর্ভুক্ত থাকে)
৩. নিট ক্রয় ক্রয় বাট্টা ক্রয় অলিখিত ক্রয় মুনাফাবিহীন বিক্রয় (যদি অন্তর্ভুক্ত থাকে) পণ্য উত্তোলন ক্রয় ফেরত-বিনামূল্যে পণ্য বিতরণ ভ্যাট
৪. বিক্রীত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় অন্যান্য প্রত্যক্ষ খরচসমূহ নিট সমাপনী মজুদ পণ্য
৫. নিট সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য মজুদ আগুনে বিনষ্ট পণ্য (যদি অন্তর্ভুক্ত থাকে) (যদি অন্তর্ভুক্ত থাকে) খরিদ্দারের নিকট মনিহারি মজুদ
৬. চালানি কারবারের মুনাফা (ক্ষতি) চালান প্রতিনিধির কমিশন ক্রয়মূল্য [ঋণাত্মক মান আসলে ক্ষতি] চালানি পণ্যের বিক্রয়মূল্য-চালানি কারবারে প্রেরিত পণ্যের
৭. অবচয় খরচ = [{সম্পদের ক্রয়মূল্য থাকে)। × অবচয়ের হার] [কোনো সরলরৈখিক পদ্ধতি উল্লেখ থাকলে। ভগ্নাবশেষ মূল্য (যদি উল্লেখ পদ্ধতি উল্লেখ না থাকলে বা
৮. বিজ্ঞাপন খরচ = বিজ্ঞাপন বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ বিলম্বিত
৯. বিলম্বিত বিজ্ঞাপন = বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ অবলোপন
১০. নতুন কুঋণ সঞ্চিতি (প্রাপ্য হিসাব চেক/বিল প্রত্যাখান কুঋণ সঞ্চিতির হার অলিখিত বিক্রয় ফেরত অলিখিত বিক্রয়+ অলিখিত কুঋণ)
১১. প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি (প্রাপ্য হিসাব চেক/বিল প্রত্যাখান নতুন কুঋণ সঞ্চিতি) অলিখিত বিক্রয় ফেরত বাট্টা সঞ্চিতির হার অলিখিত বিক্রয়+ অলিখিত কুঋণ
১২. কুঋণ খরচ = কুঋণ পুরাতন কুঋণ সঞ্চিতি অলিখিত কুঝণ নতুন কুঋণ সঞ্চিতি
১৩. বিনিয়োগের/ঋণের সুদ বিনিয়োগ/ঋণ সুদের শতকরা হার [যদি সময় উল্লেখ না থাকে বা ১ বছরের সুদ ধার্য করতে হয়)
১৪. বিনিয়োগের/ঋণের সুদ বিনিয়োগ/ঋণ সুদের শতকরা হার নির্দিষ্ট মাস/১২ [যদি ১ বছরের কম সময় হয়ে থাকে।
১৫. প্রকৃত প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব অলিখিত বিক্রয় চেক/বিল প্রত্যাখান অলিখিত বিক্রয় ফেরত অলিখিত কুঋণ নতুন কুঋণ সঞ্চিতি প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি
১৬. প্রকৃত প্রদেয় হিসাব প্রদেয় হিসাব অলিখিত ক্রয়+ ইস্যুকৃত চেক/বিল প্রত্যাখ্যান অলিখিত ক্রয় ফেরত
১৭. নিট আসবাবপত্র = আসবাবপত্র অলিখিত নতুন ক্রয় + সংস্থাপন ব্যয় – বিক্রয় – পুঞ্জীভূত অবচয় (চলতি বছরের অবচয়সহ)
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url