১. লেকচার
এসএসসি আর্থিক বিবরণীঃ সুচিপত্র
SSC Financial Statements for 9-10
আর্থিক বিবরণী: হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবরণী যার মাধ্যমেই প্রতিষ্ঠানের সকল আর্থিক ফলাফল ও অবস্থা জেনে ভবিষ্যৎ কাজের পরিকল্পনা সাজানো হয়। কিছুটা বড় ও জটিল হওয়ায় এটি বেশিভাগ শিক্ষার্থীর কথা বিবেচনায় রেখে SSC পরীক্ষার্থীদের জন্য সহজ ভাবে সাজানো হয়েছে এই পোস্ট টি । এই পোস্টে আর্থিক বিবরণীকে সৃজনশীল প্রশ্ন অনুযায়ী ধাপে ধাপে বুঝানো হয়েছে। ধাপগুলো নিচে লিংক সহ দেয়া হলো:
১. আর্থিক বিবরণী কি ও এর ধাপ কয়টি?
২. আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ বিষয় ও সমন্বয়
৩. বিশদ আয় বিবরণী কি ও এর ধাপ কিয়টি?
৪. মোট মুনাফা কি? মোট মুনাফা নিরনয়ের নিয়ম কি?
৫. পরিচালন মুনাফা কি? পরিচালন মুনাফা নির্ণয়ের নিয়ম কি?
৬. নিট মুনাফা কি? নিট মুনাফা নির্ণয়ের নিয়ম কি?
৭. মালিকানা স্বত্ব বিবরণী কি? মালকানা স্বত্ব নির্ণয়ের নিয়ম কি?
৮. আর্থিক অবস্থার বিবরণী কি? আর্থিক অবস্থার বিবরণী কয় ধাপ কয়টি?
৯. সম্পদ কয় প্রকার ও কিকি? মোট সম্পদ নির্ণয়ের নিয়ম কি?
১০. দায় কয় প্রকার ও কি কি? মোট দায় নির্ণয়ের নিয়ম কি?
২. MCQ > এক কথায় উত্তর > সংক্ষিপ্ত উত্তর
৩. অংকের সাজেশন
৪. অংকের নিয়ম ও সূত্র
৫. পাঠ্য বই এর সমাধান
৬. সেরা স্কুলের CQ সমাধান
৭. বোর্ড প্রশ্নের CQ সমাধান
৮. অধ্যায় ভিত্তিক Modet test
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url