রেওয়ামিল | Trail Balance

রেওয়ামিল কি? রেওয়ামিল কাকে বলে? রেওয়ামিল ইংরেজি কি? রেওয়ামিল কেন তৈরি করা হয়? রেওয়ামিল প্রস্তুতের নিয়ম কি? রেওয়ামিল প্রস্তুতের সময় কি কি বিষয় মনে রাখতে হয়? রেওয়ামিলে কোন কোন এন্ট্রি আসে না?

রেয়ামিল কি? রেওয়ামিল কাকে বলে?

খতিয়ান বা হিসাবের ডেবিট উদ্বৃত্ত সমূহের যোগফল এবং ক্রেডিট উদ্বৃত্ত সমূহের যোগফল এর মিল আছে কিনা তা যাচাই করার জন্যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে।

রেওয়ামিল ইংরেজি কি?

রেওয়ামিল ইংরেজি Trail Balance 

রেওয়ামিল কেনো তৈরি করা হয়?

রেওয়ামিলের ১ম উদ্দেশ্য হিসাবের অর্থাৎ খতিয়ানের নির্ভুলতা যাচাই করা এবং ২য় উদ্দেশ্য হল রেওয়ামিল এর মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুত সহজ করা।

তবে এটি হিসাবের কোনো প্রধান বই নয় বরং ঐচ্ছিক বই। কারো ইচ্ছা হলে এটি প্রস্তুত করতে পারে, আবার নাও পারে।

রেওয়ামিল প্রস্তুতের নিয়ম কি?

ব্যয়, সম্পদ, উত্তোলন এর টাকা ডেবিট দিকে বসবে।

আয়, দায়, মূলধন এর টাকা ক্রেডিট দিকে বসবে।

বসউ = ডেবিট

ব= ব্যয়
স= সম্পদ
উ= উত্তোলন

আদামূ = ক্রেডিট

আ= আয়
দা= দায়
মূ= মূলধন

রেওয়ামিল প্রস্তুতের সময় কি কি বিষয় মনে রাখতে হবে?

রেওয়ামিল প্রস্তুতের সময় যে সকল বিষয় মনে রাখতে হবে 
১. বসউ ও আদামূ নিয়মে হিসাবের শ্রেণি অনুযায়ী ডেবিট - ক্রেডিট টাকার পোস্টিং করতে হবে।
২. বকেয়া ও অগ্রিম এর ক্ষেত্রে হিসাবের শ্রেণি ভালোভাবে খেয়াল করতে হবে।
৩. কিছু হিসাবের ক্ষেত্রে প্রাপ্তি - প্রদান না বুঝা গেলে ব্যয় ধরে ডেবিট করতে হবে।
৪. পাওনা/পাওনাদার/প্রদেয় বাট্টা সঞ্চিতি থাকলে ডেবিট দিকে বসাতে হবে। এছাড়া অন্য সকল সঞ্চিতি ক্রেডিট দিকে বসবে।
৫. বছরের শুরু তারিখ প্রারম্ভিক এবং বছরের শেষ তারিখ সমাপনী বুঝতে হবে।
৬. সমাপনী মনিহারি রেওয়ামিলে আসবে না।
৭. প্রারম্ভিক- নগদ, ব্যাংক জমা, ব্যাংক জমাতিরিক্ত, দেনাদার, পাওনাদার রেওয়ামিলে আসবে না, সমাপনী আসবে।
৮. মজুদ পণ্য সাবধানে পোস্টিং করতে হবে।
>ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, সমাপনী মজুদ পণ্য আসবে না।
>সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য আসবে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না।
৯. সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায় কোনোটাই রেয়ামিলে আসবে না।

রেওয়ামিলে কি কি এন্ট্রি বা হিসাব আসবে না?


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url