বাট্টা | Discount

বাট্টা কি? বাট্টা অর্থ কি? বাট্টা in english কি? বাট্টা কাকে বলে? বাট্টা কয় প্রকার?  বাট্টা প্রদান এর জাবেদা কি? বাট্টা প্রাপ্তি এর জাবেদা কি?

বাট্টা অর্থ কি?

বাট্টা অর্থ ছাড়।

বাট্টা in english কি?

বাট্টা ইংরেজি Discount 

বাট্টা কি? বাট্টা কাকে বলে?

পণ্য ক্রয় - বিক্রয় অথবা দেন - পাওনা নিষ্পত্তির সময় যে টাকা ছাড় পাওয়া যায় বা দেয়া হয় তাকেই বাট্টা বলে।

বাট্টা কয় প্রকার?

বাট্টা দুই প্রকার। যথা 

ক. কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা

খ. নগদ বাট্টা

কারবারি বাট্টা কাকে বলে?

পণ্য ক্রয় করার সময় বিক্রেতা যে মূল্য ছাড় দেয় তাকে কারবারি বাট্টা বলে।

ক্রয় বাট্টা কাকে বলে?

ক্রয় করে কারবারি বাট্টা পাওয়া গেলে তাকে ক্রয় বাট্টা বলে।

বিক্রয় বাট্টা কাকে বলে?

বিক্রয় করে কারবারি বাট্টা দেয়া হলে তাকে বিক্রয় বাট্টা বলে।

নগদ বাট্টা কাকে বলে? 

দেনাদার থেকে টাকা পাওয়ার সময় যে বাট্টা দেয়া হয় অথবা পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে বাট্টা পাওয়া যায় তাকে নগদ বাট্টা বলে।

প্রাপ্ত বাট্টা কাকে বলে?

পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে বাট্টা পাওয়া যায় তাকে প্রাপ্ত বাট্টা বলে। প্রাপ্ত বাট্টা হিসাব আয় শ্রেণীর। ফলে এটি ক্রেডিট হয়।

প্রদত্ত বাট্টা কাকে বলে?

দেনাদার থেকে টাকা পাওয়ার সময় যে বাট্টা দেয়া হয় তাকে প্রদত্ত বাট্টা বলে। প্রদত্ত বাট্টা হিসাব ব্যয় শ্রেণীর। ফলে এটি ডেবিট হয়।

বাট্টা প্রাপ্তি এর জাবেদা কি?

বাট্টা পাওয়া গেল ৫০০ টাকা।
 জাবেদা: 

বাট্টা প্রদান এর জাবেদা কি?

বাট্টা দেয়া হলো ৪০০ টাকা।

 জাবেদা 

বাট্টা মঞ্জুর জাবেদা কি


বাট্টা সঞ্চিতি কি


দেনাদার বাট্টা সঞ্চিতি কাকে বলে?

কোন কারবারে নির্দিষ্ট হিাসাব কালে এরূপ নগদ বাট্টা প্রাদান করার সিদ্ধান্ত ঘোষিত হলে ভবিষ্যতে নগদ বাট্টা প্রদানজনিত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আর এই ক্ষতি পূরণের জন্যে কারবার সঞ্চিতির ব্যবস্থা করে থাকে। আর এই সঞ্চিতিকেই দেনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি বলা হয়।

দেনাদার বাট্টা সঞ্চিতি কোথায় বসে?

দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে জাবেদা বা সমন্বয় জাবেদা- প্রদত্ত বাট্টা খরচ ডেবিট দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি ক্রেডিট ২. দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি অবলোপন করা হলে জাবেদা বা সমন্বয় জাবেদা- দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি ডেবিট দেনাদার ক্রেডিট 

পাওনাদার বাট্টা সঞ্চিতি কি?

পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে বাট্টা বা ছাড় পাওয়া যায় তাকে আমরা প্রাপ্ত বাট্টা হিসাবে লিখি। আর ভবিষ্যতে পাওনাদার বা প্রদেয় হিসাবকে পরিশোধের সময় বাট্টা পাওয়া যাবে এমন চিন্তা থেকে পূর্বেই সেই অনুমিত বাট্টাকে আয় হিসেবে লিপিবদ্ধ করার জন্য যে ব্যবস্থা রাখা হয় তাকে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বলে।

পাওনাদারের বাট্টা সঞ্চিতি কোথায় বসে?

কারণ পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদার কে হৃাস করে দেয়। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো পাওনাদার রেওয়ামিলের ক্রে. পাশে বসে আর পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদারকে হৃাস করে দেয় তার মানে পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদারের বিপরীত। তাই পাওনাদার ক্রেডিট পাশে বসার কারণে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বসবে রেওয়ামিলের ডে

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url