প্রারম্ভিক জাবেদা দাখিলা

প্রারম্ভিক জাবেদাঃ
হিসাব বছরের শুরুতে ব্যবসায়ের সম্পদ , দায় ও মালিকানা স্বত্বের জন্য যে জাবেদা দাখিলা প্রস্তুত করা হয় তাই প্রারম্ভিক জাবেদা।
প্রারম্ভিক জাবেদা ২ টি ক্ষেত্রে হতে পারে
১. নতুন ব্যবসায় এর ক্ষেত্রে
২. চলমান ব্যবসায় এর ক্ষেত্রে
ব্যবসায় শুরু এর ক্ষেত্রে প্রারম্ভিক জাবেদা:
উদাহরণ: ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখ কমার্স ক্ল্যান আসবাবপত্র ১০,০০০ টাকা, নগদ ২০,০০০ টাকা, পণ্যদ্রব্য ৩০,০০০ টাকা ও ঋণ ২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হল।
সমাধান:
আসবাবপত্র হিসাব ডেবিট ১০,০০০
নগদান হিসাব ডেবিট ২০,০০০
ক্রয় হিসাব ডেবিট ৩০,০০০
মূলধন হিসাব ক্রেডিট ৬০,০০০
ঋণ হিসাব ক্রেডিট ২০,০০০
হিসাবের জের/ উদ্বৃত্ত এর ক্ষেত্রে প্রারম্ভিক জাবেদা:
উদাহরণ: ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখ কমার্স ক্ল্যান এর হিসাবের জের সমূহ: আসবাবপত্র ১০,০০০ টাকা, নগদ ২০,০০০ টাকা, পণ্যদ্রব্য ৩০,০০০ টাকা ও ঋণ ২০,০০০ টাকা।
সমাধান:
আসবাবপত্র হিসাব ডেবিট ১০,০০০
নগদান হিসাব ডেবিট ৪০,০০০
ক্রয় হিসাব ডেবিট ৩০,০০০
মূলধন হিসাব ক্রেডিট ৬০,০০০
ঋণ হিসাব ক্রেডিট ২০,০০০
প্রারম্ভিক মূলধন নির্ণয় দেখুন এই পোস্টে: প্রারম্ভিক মূলধন
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url