মালিকানা সত্ত্ব বিবরণী কি? মালিকানা স্বত্ব নির্ণয়ের নিয়ম | Statement of Owner's Equity
মালিকানা সত্ত্ব বিবরণী | বিশদ আয় বিবরণী | আর্থিক বিবরণী
মালিকানা স্বত্বঃ ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বা দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকে, তা-ই হচ্ছে মালিকানা স্বত্ব।অর্থাৎ,মালিকানা স্বত্ব হচ্ছে মোট সম্পদের উপর মালিকের দাবি ।
মালিকানা স্বত্ব এর সুত্রঃ মূলধন + নিট লাভ – নিট ক্ষতি – উত্তোলন
মালিকানা স্বত্বে পরিবর্তন বিবরণীর উদ্দেশ্যঃ
মালিককে নিট লাভের অতিরিক্ত দাবি করতে না দেয়া।
বিশদ আয় বিবরণীর বিভিন্ন আয় এবং ব্যয়গুলোর সাথে মালিকানা সত্ত্ব বিশ্লেষণ করা
মূলধন
যোগঃ অতিরিক্ত মূলধন
নিট মুনাফাবাদঃ নিট ক্ষতি
সাধারণ সঞ্চিতি
উত্তোলন
নগদ উত্তোলন
পণ্য উত্তোলন
জীবন বীমা প্রিমিয়াম
= সমাপনি মালিকানা স্বত্ব







পরবর্তী পোস্ট হবে
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url