পরিচালন মুনাফা কি? পরিচালন মুনাফা নির্ণয়ের নিয়ম | বিশদ আয় বিবরণী| Operating Profit

পরিচালন মুনাফা

মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকে পরিচালন মুনাফা বলে।
#পরিচালন ব্যয়ঃ ব্যবসায়ের নিয়মিত পরিচালনা কার্যক্রম চালাতে যে সকল ব্যয় হয় তাকে পরিচালন ব্যয় বলে। যেমন- কর্মচারীর বেতন, অফিসের ভাড়া, মনিহারি ইত্যাদি।




#পরিচালন মুনাফা = মোট মুনাফা - পরিচালন ব্যয়
#পরিচালন ব্যয়
ভাড়া, বেতন,
বিক্রয় পরিবহণ
বাট্টা প্রদান, কমিশন প্রদান
ছাপা ও মনিহারি মনিহারি,
বিভিন্ন বিল, ডাক ও তার,
কর ও অভিকর
মেরামত, বীমা খরচ
সকল প্রকার সম্পত্তির অবচয়
ইজারা সম্পদ / সুনামের অবলোপন
কু ঋণ / অনাদায়ি পাওনা*
ব্যাংক চার্জ, রপ্তানি শুল্ক
বিজ্ঞাপন, পাকিং খরচ
আপ্যায়ন খরচ,ভ্রমন খরচ
বিভিন্ন সাধারন খরচ
ব্যবসায়ের অন্যান্য সকল পরিচালন ব্যয়





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url