দায় কি? দায় কয় প্রকার? মোট দায় নির্ণয় করার নিয়ম | Total Liabilities
মোট দুই প্রকার দায় নির্ণয়
দায় হল তৃতীয় পক্ষের পাওনা দাবি। ব্যবসায়ের মোট স্বল্প মেয়াদি দায় ও মোট দীর্ঘ মেয়াদি দায়কে একসাথে মোট দায় বলা হয়।
মোট দায়= দীর্ঘ মেয়াদী দায় + স্বল্প মেয়াদী দায়/ চলতি দায়
দীর্ঘ মেয়াদি দায়ঃ
% যুক্ত ঋণব্যাংক ঋণ
বন্ধকী ঋণ
ঋণপত্র
ডিবেঞ্চার
চলতি দায়ঃ
পাওনাদারবকেয়া খরচ
অগ্রিম আয় বা অনুপার্জিত আয়
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
স্বল্প মেয়াদি ঋণ
মোট দায় নির্ণয়ের উদ্দেশ্য
দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি দায় নির্ণয়দায়-দেনা সম্পদের কত অংশ নির্ণয়
চলতি সম্পদ চলতি দায় মিটাতে যথেষ্ট কি না যাচাই করা
নিট মুনাফা বিনিয়োজিত মূলধনের কত অংশ

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url