দায় কি? দায় কয় প্রকার? মোট দায় নির্ণয় করার নিয়ম | Total Liabilities
মোট দুই প্রকার দায় নির্ণয়
দায় হল তৃতীয় পক্ষের পাওনা দাবি। ব্যবসায়ের মোট স্বল্প মেয়াদি দায় ও মোট দীর্ঘ মেয়াদি দায়কে একসাথে মোট দায় বলা হয়।
মোট দায়= দীর্ঘ মেয়াদী দায় + স্বল্প মেয়াদী দায়/ চলতি দায়
দীর্ঘ মেয়াদি দায়ঃ
% যুক্ত ঋণব্যাংক ঋণ
বন্ধকী ঋণ
ঋণপত্র
ডিবেঞ্চার
চলতি দায়ঃ
পাওনাদারবকেয়া খরচ
অগ্রিম আয় বা অনুপার্জিত আয়
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
স্বল্প মেয়াদি ঋণ
মোট দায় নির্ণয়ের উদ্দেশ্য
দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি দায় নির্ণয়দায়-দেনা সম্পদের কত অংশ নির্ণয়
চলতি সম্পদ চলতি দায় মিটাতে যথেষ্ট কি না যাচাই করা
নিট মুনাফা বিনিয়োজিত মূলধনের কত অংশ