আর্থিক অবস্থার বিবরণী কি? আর্থিক অবস্থার বিবরণীর ধাপ কয়টি? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের নিয়ম | Statement of Financial Position
আর্থিক অবস্থার বিবরণী সহজ ২ ধাপে
আর্থিক অবস্থার বিবরণীঃ
ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয়।
ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয়।
আর্থিক অবস্থার বিবরণীর উদ্দেশ্য
- স্থায়ী ও চলতি সম্পদ নির্ণয়
- দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি দায় নির্ণয়
- মালিকের মূলধনের পরিমাণ নির্ণয়
- দায়-দেনা সম্পদের কত অংশ নির্ণয়
- চলতি সম্পদ চলতি দায় মিটাতে যথেষ্ট কি না যাচাই করা
- নিট মুনাফা বিনিয়োজিত মূলধনের কত অংশ
মোট সম্পদঃ
স্থায়ী সম্পদ
দীর্ঘ মেয়াদি সম্পদ
চলতি সম্পদ
অলীক সম্পদ/ অসমন্বিত ব্যয়
মালিকানা স্বত্বঃ
মূলধন + নিট লাভ – নিট ক্ষতি – উত্তোলন
মোট দায়ঃ
দীর্ঘ মেয়াদী দায়
স্বল্প মেয়াদী দায়/ চলতি দায়
ইনশাল্লাহ পরবর্তী পোস্ট হবে
স্থায়ী সম্পদ
দীর্ঘ মেয়াদি সম্পদ
চলতি সম্পদ
অলীক সম্পদ/ অসমন্বিত ব্যয়
মালিকানা স্বত্বঃ
মূলধন + নিট লাভ – নিট ক্ষতি – উত্তোলন
মোট দায়ঃ
দীর্ঘ মেয়াদী দায়
স্বল্প মেয়াদী দায়/ চলতি দায়
ইনশাল্লাহ পরবর্তী পোস্ট হবে