হিসাব কি || Account
হিসাব কি? হিসাব কাকে বলে? হিসাব কয় প্রকার? হিসাবের ছক ও পদ্ধতি কয় ধরনের? হিসাবের চক্র কি? হিসাব সমীকরণ কি?
লেনদেন যে নামে হিসাবের খাতায় লেখা হয় তাকেই হিসাব বলে।
দুটোরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন এর জন্যে ২টি হিসাব লিখতে হয়।
অন্যভাবে বলা যায় প্রতিটি লেনদেন ২টি হিসাবে লিখতে হয়।
হিসাব কত প্রকার ও কি কি? হিসাবের শ্রেণি বিভাগ কয়টি?
আধুনিক পদ্ধতিতে হিসাব ৫ প্রকার। যথা:
১. সম্পদ শ্রেণি
২. ব্যয় শ্রেণি
৩. আয় শ্রেণি
৪. দায় শ্রেণি
৫. মালিকানা শ্রেণি
হিসাবের বই কয়টি? হিসাবের খাতা কয়টি?
দূতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের বই ২টি। যথা:
১. জাবেদা
২. খতিয়ান
জাবেদা:
খতিয়ান:
হিসাব কি?
লেনদেনসমূহকে যে নামে বা শিরোনামে লিখতে হয় তাকে হিসাব বলে। প্রতিটি লেনদেনের ফলে সাধারণত ২ টি হিসাব জড়িত থাকে। নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাবের নিট পরিমাণ জানা প্রয়োজন হয়। লেনদেনের ফলে প্রতিটি হিসাব খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়।
হিসাবের শ্রেণি বা প্রকারভেদঃ
হিসাব ৫ প্রকার।
১. ব্যয়
২. সম্পদ
৩. আয়
৪. দায়
৫. মালিকানা সত্ত্ব।
২. সম্পদ
৩. আয়
৪. দায়
৫. মালিকানা সত্ত্ব।
হিসাবের ছকঃ
দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব লিখার নির্দিষ্ট ছক রয়েছে।
হিসাবের ছক ২ প্রকার।
১. জের ছক
২. 'T' ছক।
হিসাবের প্রয়োজনীয়তাঃ
লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে, তেমনি প্রদানও ঘটতে পারে; আবার কোনো কোনো লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা স্বত্বের ক্রমাগত হ্রাস-বৃদ্ধি ঘটে। হিসাবের মাধ্যমে লেনদেনের ফলে যে সকল আয়, ব্যয়, সম্পদ বা দায় প্রভাবিত হবে, তা নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মানুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতের মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url