৪প দিয়ে হিসাবের শ্রেণি মনে রাখা | Commerce clan exclusive
হিসাবের ডেবিট ক্রেডিট করতে হলে আমাদের হিসাবের নাম ও শ্রেণি সম্পর্কে সবার আগে জানতে হয়।
হিসাবের শ্রেণি নিয়ে আগে আলোচনা হয়েছে। আজ আমরা হিসাবের শ্রেণি নিয়ে আলোচনা করব।
হিসাবের শ্রেণি ৫ টি । যথা: ১.মালিকানা স্বত্ব ২.আয় ৩.দায় ৪.ব্যয় ৫.সম্পদ
মালিকানা স্বত্ব শ্রেণি সহজেই মনে রাখা যায় কারণ এর হিসাব কম।
অবশিষ্ট ৪ টি হিসাবের শ্রেণি নির্ণয় সহজেই করা যায় Commerce Clan এর ৪প দিয়ে । যেমন:
১.প:- প্রাপ্তি = পেয়েছি । (আয় শ্রেণি)
২.প:- প্রদান = দিয়েছি । (ব্যয় শ্রেণি)
৩.প:- প্রাপ্য = পাবো । (সম্পদ শ্রেণি)
৪.প:- প্রদেয় = দিবো । (দায় শ্রেণি)
*লেনদেন প্রাপ্তি বুঝলে সেটি আয় শ্রেণি হবে।
#লেনদেন প্রদান বুঝলে সেটি ব্যয় শ্রেণি হবে।
*লেনদেন প্রাপ্য বুঝলে সেটি সম্পদ শ্রেণি হবে।
#লেনদেন প্রদেয় বুঝলে সেটি দায় শ্রেণি হবে।