৪প দিয়ে হিসাবের শ্রেণি মনে রাখা | Commerce clan exclusive

হিসাবের ডেবিট ক্রেডিট করতে হলে আমাদের হিসাবের নাম ও শ্রেণি সম্পর্কে সবার আগে জানতে হয়।

হিসাবের শ্রেণি নিয়ে আগে আলোচনা হয়েছে। আজ আমরা হিসাবের শ্রেণি নিয়ে আলোচনা করব।

হিসাবের শ্রেণি ৫ টি । যথা: ১.মালিকানা স্বত্ব  ২.আয়  ৩.দায়    ৪.ব্যয়    ৫.সম্পদ

মালিকানা স্বত্ব শ্রেণি সহজেই মনে রাখা যায় কারণ এর হিসাব কম।

অবশিষ্ট ৪ টি হিসাবের শ্রেণি নির্ণয় সহজেই করা যায় Commerce Clan এর ৪প দিয়ে । যেমন:

১.প:- প্রাপ্তি = পেয়েছি । (আয় শ্রেণি)

২.প:- প্রদান = দিয়েছি । (ব্যয় শ্রেণি)

৩.প:- প্রাপ্য = পাবো । (সম্পদ শ্রেণি)

৪.প:- প্রদেয় = দিবো । (দায় শ্রেণি)

*লেনদেন প্রাপ্তি বুঝলে সেটি আয় শ্রেণি হবে।

#লেনদেন প্রদান বুঝলে সেটি ব্যয় শ্রেণি হবে।

*লেনদেন প্রাপ্য বুঝলে সেটি সম্পদ শ্রেণি হবে।

#লেনদেন প্রদেয় বুঝলে সেটি দায় শ্রেণি হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url