প্রারম্ভিক মূলধন ও প্রারম্ভিক জাবেদা

 প্রারম্ভিক মূলধন ও প্রারম্ভিক জাবেদা ২ টি ক্ষেত্রে হতে পারে 

১. নতুন ব্যবসায় এর ক্ষেত্রে

২. চলমান ব্যবসায় এর ক্ষেত্রে

নতুন ব্যবসায় এর ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন:

ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্রটি হলো

প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক সম্পদ - প্রারম্ভিক দায়

বিকল্প উপায়ে শুধু মাত্র মালিক যা কিছু ব্যবসায় এ নিয়ে আসে তা যোগ করে দিলেও প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়। এক্ষেত্রে দায় বাদ না দিয়ে সমাধান করলেও হবে কারণ নতুন ব্যবসায় দায় শুধুমাত্র ঋণ বা ব্যাংক ঋণ, যা মালিকের নয়।

খেয়াল রাখতে হবে নতুন ব্যবসায় ঋণ নিলে সম্পদ ও দায় দুটোই সমপরিমাণে বাড়ে তাই ঋণ অন্তর্ভুক্ত করলেও ফলাফল একই আসবে।

উদাহরণ: আসবাবপত্র ১০,০০০ টাকা, নগদ ২০,০০০ টাকা, পণ্যদ্রব্য ৩০,০০০ টাকা ও ঋণ ২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হল।

সমাধান: ১

প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক সম্পদ - প্রারম্ভিক দায়

 = (আসবাবপত্র + নগদ টাকা + পণ্যদ্রব্য) - ঋণ

 = (১০,০০০ + ৪০,০০০(মালিকের + ঋণ) + ৩০,০০০) - ২০,০০০

 = ৮০,০০০ - ২০,০০০

 = ৬০,০০০

সমাধান: ২

মালিক যা কিছু নিয়ে ব্যবসায় শুরু করে:

আসবাবপত্র + নগদ টাকা + পণ্যদ্রব্য

 = ১০,০০০ + ২০,০০০ + ৩০,০০০

= ৬০,০০০

নতুন ব্যবসায় এর ক্ষেত্রে প্রারম্ভিক জাবেদা:

উদাহরণ: আসবাবপত্র ১০,০০০ টাকা, নগদ ২০,০০০ টাকা, পণ্যদ্রব্য ৩০,০০০ টাকা ও ঋণ ২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হল।

সমাধান:

আসবাবপত্র হিসাব ডেবিট ১০,০০০

নগদান হিসাব ডেবিট ৪০,০০০

ক্রয় হিসাব ডেবিট ৩০,০০০

মূলধন হিসাব ক্রেডিট ৬০,০০০

ঋণ হিসাব ক্রেডিট ২০,০০০

চলমান ব্যবসায় এর ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন:

প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক সম্পদ - প্রারম্ভিক দায়

বি

চলমান ব্যবসায় এর ক্ষেত্রে প্রারম্ভিক জাবেদা:


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪