হিসাবের নাম, শ্রেণি ও লেনদেনে
হিসাবের নাম:
কোন লেনদেন যে নামে হিসাবের বইতে লেখা হয় তাকে হিসাবের নাম বলে। আর প্রতিটি লেনদেন কমপক্ষে ২টি হিসাব নাম দিয়ে লিখতে হয়। যেমন: থেকে বেতন প্রদান। এখানে একটি বেতন হিসাব ও অন্যটি ব্যাংক হিসাব।
হিসাবের শ্রেণি:
অসংখ্য লেনদেন এর হিসাব সমূহ সহজে ডেবিট ও ক্রেডিট করতে এগুলোকে ৫ টি শ্রেণীতে ভাগ করা হয়। যথা:
১. মালিকানা স্বত্ব
২. আয়
৩. দায়
৪. ব্যয়
৫. সম্পদ
১.মালিকানা স্বত্ব শ্রেণীর হিসাব সমূহ
যে সকল লেনদেন এর কারণে একটি ব্যবসায় এর মালিকানা সত্ব বাড়ে বা কমে সে সকল লেনদেন যেই হিসাব নামে লেখা হয় সেগুলো মালিকানা স্বত্ব শ্রেণীতে পড়ে। যেমন:
উত্তোলন হিসাব
সাধারণ সঞ্চিতি হিসাব
২.আয় শ্রেণীর হিসাব সমূহ
৩.দায় শ্রেণীর হিসাব সমূহ
প্রদেয় বিল হিসাব
ঋণ হিসাব
বকেয়া খরচ
অগ্রিম আয় হিসাব
৪.ব্যয় শ্রেণীর হিসাব সমূহ
ক্রয় ফেরত/ বহিঃফেরত হিসাব
বেতন হিসাব
মনিহারি হিসাব
ভাড়া হিসাব
পরিবহন খরচ হিসাব
প্রদত্ত সুদ হিসাব
বিজ্ঞাপন হিসাব
কুঋণ হিসাব
প্রদত্ত বাট্টা হিসাব
অবচয় হিসাব
মেরামত হিসাব
৫.সম্পদ শ্রেণীর হিসাব সমূহ
ব্যাংক হিসাব
আসবাবপত্র হিসাব
কলকব্জা ও যন্ত্রপাতি হিসাব
দেনাদার হিসাব / প্রাপ্য হিসাব
প্রাপ্য বিল হিসাব
মজুদ পণ্য হিসাব
বিনিয়োগ হিসাব
প্রাপ্য আয় হিসাব
অগ্রিম খরচ
অফিস সরঞ্জাম হিসাব
অফিস সাপ্লাইজ হিসাব
আয় সমূহঃ
১। বিক্রয়
২। প্রাপ্ত ভাড়া
৩। প্রাপ্ত কমিশন
৪। বিনিয়গের সুদ
৫। শিক্ষানবিস সেলামি
৬। প্রাপ্ত উভাড়া
৭। ব্যাংক জমার সুদ
৮। প্রাপ্ত ঋণের সুদ
মালিকানা স্বত্ব সমূহঃ
১। মূলধন
২। সঞ্চিতি তহবিল
৩। সাধারণ সঞ্চিতি।