লেনদেনের বৈশিষ্ট্য কি?
লেনদেনের বৈশিষ্ট্য কি?
(১)আর্থিক অবস্থার পরিবর্তনঃ
নগদ ৮০০০ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা হ্রাস পেয়েছে । অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তাই এটি একটি লেনদেন। কিন্তু ৭০০০ টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করলে তা লেনদেন হবে না কারণ এখানে ফরমায়েশ ( অর্ডার) দেওয়া হয়েছে এতে আর্থিক অবস্থার কোন পরিবর্তন হয় নি। আর্থিক অবস্থার পরিবর্তন দুই ভাবে হতে পারে–
ক. পরিমাণগত বা নিট পরিবর্তনঃ
ধারে আসবাবপত্র ক্রয় ৪০০০ টাকা । এখানে ধারে আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র (সম্পদ) বৃদ্ধি এবং প্রদেয় (দায়) বৃদ্ধি পেয়েছে । অর্থাৎ সমান(=) এর উভয় পাশে পরিবর্তন ঘটেছে। যখন কোনো লেনদেন হিসাব সমীকরণ (সম্পদ=দায়+মালিকানাস্বত্ত্ব) এর সমান(=) এর উভয় পাশে পরিবর্তন ঘটায় তখন তাকে পরিমাণগত বা নিট পরিবর্তন বলে। যেমনঃ
খ. কাঠামোগত বা গুনগত পরিবর্তনঃ
নগদে আসবাবপত্র ক্রয় ৫০০০ টাকা । এখানে নগদে আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র (সম্পদ) বৃদ্ধি এবং নগদ টাকা (সম্পদ) হ্রাস পেয়েছে । অর্থাৎ সমান(=) এর এক পাশে পরিবর্তন ঘটেছে। যখন কোনো লেনদেন হিসাব সমীকরণ ( সম্পদ=দায়+মালিকানাস্বত্ত্ব ) এর সমান(=) এর শুধু মাত্র এক পাশে পরিবর্তন ঘটায় তখন তাকে কাঠামোগত বা গুনগত পরিবর্তন বলে।
(২)অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যঃ
ম্যনেজারের বেতন দেওয়া হলো ১২০০০ টাকা। এটি একটি লেনদেন কারণ এটি পরিমাপযোগ্য । কিন্তুু ম্যনেজার মৃত্যুবরণ করলো এটি লেনদেন নয় কারণ এটি অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়।
(৩)দ্বৈতসত্তা বা দুটি পক্ষঃ
প্রতিটি লেনদেনে অবশ্যই দুটি পক্ষ থাকবে। এক পক্ষ গ্রহণ ও অপর পক্ষ প্রদান করবে। দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না , লেনদেরে এই বৈশিষ্ট্যকে দ্বৈতসত্তা বলে। যেমনঃ নগদে পণ্য ক্রয় ৫০০০০ টাকা এখানে দুটি পক্ষ জড়িত একটি পণ্য ক্রয় অপরটি নগদ টাকা।
(৪) স্বয়ংসম্পূর্ণতা ও স্বতন্ত্রতাঃ
বাকিতে ক্রয় করা হলো ৫০০০ টাকা, ১০ দিন পর প্রদেয় ৫০০০ টাকা পরিশোধ করা হলো । এখানে দুটি লেনদেনের মধ্যে সম্পর্ক থাকলেও একটিকে অন্যটি থেকে আলাদা ও স্বতন্ত্র ধরতে হবে। দুটি লেনদেনের মধ্যে কোন সম্পর্ক থাকলেও দুটিকে এক ধরা যাবে না।
(৫) লেনদেনের দৃশ্যমানতাঃ
আসবাবপত্র ক্রয় ২০০০ টাকা এটি একটি দৃশ্যমান লেনদেন কারণ এটি দেখা যায় । অপরদিকে আসবাবপত্রের অবচয ৫০০ টাকা এটি একটি অদৃশ্যমান লেনদেন কারণ এটি দেখা যায় না । লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে ।
*এখানে অবচয় বলতে আসবাবপত্র ব্যবহারের ফলে মূল্য হ্রাস বোঝানো হয়েছে । মূল্য হ্রাসের ফলে ব্যবসায়ের ক্ষতি হয়েছে এবং এটি দৃশ্যমান নয় তাই এটি অদৃশ্যমান লেনদেন।
(৬) ঐতিহাসিক ঘটনাঃ
দেনাদারদের মধ্য থেকে কোন দেনাদার যদি কোন কারনে টাকা না দেয় তখন তার সাথে ঐতিহাসিক (বিবাদ) সম্পর্কের ফলে দেনাদার হ্রাস পায় ফলে এটি একটি লেনদেন হয়।
(৭) হিসাব সমীকরণে প্রভাব ফেলাঃ
প্রতিটি লেনদেন হিসাব সমীকরণ (সম্পদ=দায়+মালিকানা স্বত্ব) এ প্রভাব ফেলে। যা ১নং বৈশিষ্ট্যে আলোচনা করা হয়েছে।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url