সিলেট বোর্ড ২০১৯ হিসাব বিজ্ঞান

হিসাববিজ্ঞান

বহুনির্বাচনি অভীক্ষা

সিলেট

বিষয় কোড: ১৪৬

(দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহন নির্বাচনী অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সম্বলিত বৃত্ত সমূহ হতে সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো প্রতিটি প্রশ্নের মান ১)

১. বিক্রেতা বাকিতে বিক্রয়ের পূর্বে ক্রেতার হিসাব প্রতিবেদন থেকে কী যাচাই করে?

ক) মূল্য পরিশোধ কাল

খ) ঋণ পরিশোধ সচেতনতা

) দায় পরিশোধ ক্ষমতা

ঘ) নিট আর্থিক ফলাফল

২. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে কোনটির উপর?

ক) অর্থ বিনিয়োগের ওপর

খ) নির্ভুল হিসাবরক্ষণ ব্যবস্থার ওপর

গ) ব্যয় নিয়ন্ত্রণের ওপর

) ব্যাপক প্রচারণার ওপর

৩. ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্তের মাঝে পরিমলের কারণ-

i. ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে

ii. ব্যাংক সুদ মঞ্জুর, যা নগদানভুক্ত হয়নি

iii. পাওনাদারকে চেক প্রদান, যা ব্যাংকে উপস্থাপিত হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক) i ii

খ) i iii

গ) ii iii

ঘ) i, ii iii

উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।

ব্যবসায়ের সকল দেনা-পাওনা নিষ্পত্তি সংক্রান্ত লেনদেন মুন টেডার্স-এর হিসাবরক্ষক একই হিসাবের বইতে লিপিবদ্ধ করে তা থেকে জের নির্ণয় করেন। কিন্তু সান ট্রেডার্স-এর হিসাবরক্ষক একই লেনদেন বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করেন।

৪. মুন ট্রেডার্স-এর উল্লিখিত হিসাবের বই কোনটি?

ক) দুঘরা নগদান বই

খ) তিনঘরা নগদান বই

) সাধারণ জাবেদা

) সহকারী খতিয়ান

৫. নগদ উদ্বৃত্ত নির্ণয়ের জন্য সান ট্রেডার্সকে প্রস্তুত করতে হবে-

i. একঘরা নগদান বই

ii. নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা

iii. নগদান হিসাব

নিচের কোনটি সঠিক?

ক) i ii

খ) i iii

গ) ii iii

ঘ) i, ii iii

৬. একজন ব্যবসায়ীর পরিবারের মুনাফা জাতীয় ব্যয় কোনটি?

ক) নিরীক্ষকের সম্মানী

খ) দোকানের ভাড়া

গ) তৈজসপত্র ক্রয়

) ঋণের সুদ

৭. মালিকানা স্বত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের-

) সম্পদ

খ) ব্যয়

) আয়

ঘ) দায়

৮. বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপে কোনটি হিসাবভুক্ত হয়?

ক) মূল পরিচালন আয়

) বিক্রীত পণ্যের ব্যয়

) পরোক্ষ পরিচালন ব্যয়

ঘ) অপরিচালন আয়

৯. শিক্ষাবোর্ডে হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি?

ক) লাভ-ক্ষতি নির্ণয়

খ) পরীক্ষার ফি নির্ধারণ

গ) মানসম্মত প্রশ্ন প্রণয়ন

ঘ) ভ্যাট ও শুল্ক আদায়

উদ্দীপকটি পড়ো এবং ১০ নং প্রশ্নের উত্তর দাও।

মেহেদীর নিকট বাকিতে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা। নিরীক্ষক রেওয়ামিল যাচাই করে দেখলেন মেহেদী সে হিসাবও ক্রেডিট করা হয়েছে।

১০. উদ্দীপকে হিসাবরক্ষক কোন ধরনের ভুল করেছেন?

ক) বাদ পড়ার ভুল

খ) নীতিগত ভুল

গ) স্বয়ং সংশোধক ভুল

ঘ) লেখার ভুল

উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।

আপন এন্টারপ্রাইজ-এর ৩০ জুন ২০১৮ তারিখের রেওয়ামিলে ৮% বিনিয়োগ ৮০,০০০ টাকা এবং বিনিয়োগের সুদ ৪,৪০০ টাকা ছিল। হিসাবরক্ষক বিশদ আয় বিবরণীতে বিনিয়োগের সুদ ৬,৪০০ টাকা লিখে সঠিক নিট মুনাফা নির্ণয় করেন।

১১. আপন ট্রেডার্স সমন্বয় জাবেদায় কত টাকা লিখবে?

ক) ,০০০ টাকা

খ) ,৪০০ টাকা

গ) ,৪০০ টাকা

ঘ) ১০,৮০০ টাকা

১২. উদ্দীপকের তথ্য দ্বারা প্রকাশ পায়-

i. বিনিয়োগের ৬ মাসের সুদ বকেয়া আছে

ii. বিনিয়োগটি ১ জুলাই ২০১৭ তারিখে হয়েছিল

iii. বিনিয়োগটি ১ জুলাই ২০১৭ তারিখের পূর্বে হয়েছিল

নিচের কোনটি সঠিক?

ক) i ii

খ) i iii

গ) ii iii

ঘ) i, ii iii

১৩. কোনটি লেনদেনের উদাহরণ?

ক) বিনামূল্যে সেবা প্রদান

খ) মূল্যহীন চেক গ্রহণ

গ) বিনামূল্যে পণ্য বিতরণ

ঘ) বিক্রয়মূল্য নির্ধারণ

১৪. ব্যবসায়ের মালিকানাধীন যেগুলো মুনাফা অর্জনের রমা কাজে ব্যবহৃত তাকে কী বলে?

ক) সম্পদ

খ) ব্যয়

গ) মালিকানা স্বত্ব

ঘ) বিনিয়োগ

১৫. আয়, ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব হিসাবসমূহকে এক কথায় বলা হয়-

ক) জাবেদা

খ) খতিয়ান

গ) রেওয়ামিল

ঘ) হিমার সমীকরণ

১৬. মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক হতে পারে-

i. প্রাপ্তি > আয়

ii. প্রাপ্তি = আয়

iii. প্রাপ্তি < আয়

নিচের কোনটি সঠিক?

ক) i ii

খ) i iii

গ) ii iii

ঘ) i, ii iii

১৭. বছর শেষে দেনাদার মূল্যায়নের জন্য কোনটি হিসাবভুক্ত করা হয়?

ক) কুঋণ সঞ্চিতি

খ) অলিখিত বিক্রয়

(গ) অলিখিত বিক্রয় ফেরত

(ঘ) সাধারণ সঞ্চিতি

উদ্দীপকটি পড়ো এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও।

আলফা ট্রেডার্স-এর ম্যানেজার জনাব শাওন, জনাব তপন কর্তৃক প্রস্তুতকৃত হিসাব প্রতিবেদন দেখে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে জনাব সোহেলের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিলেন।

১৮. আলফা ট্রেডার্স-এর হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

ক) জনাব শাওন

খ) জনাব তপন

গ) জনাব সোহেল

ঘ) সোনালী ব্যাংক

উদ্দীপকটি পড়ো এবং ১৯ নং প্রশ্নের উত্তর দাও।

কুমিল্লার পাট ব্যবসায়ী জনাব সাগর দেশের বিভিন্ন স্থান থেকে পাট ক্রয় করে এবং নিজস্ব ট্রাকে গুদামে আনেন। ফলে ক্রয়মূল্য কম হয়।

১৯. জনাব সাগরের পাটের ক্রয়মূল্যের অন্তর্ভুক্ত হলো-

i. ট্রাকের ভাড়া

ii. ট্রাকের জ্বালানি খরচ

iii. ট্রাক ড্রাইভারর বেতন

নিচের কোনটি সঠিক?

ক) i ii

খ) i iii

গ) ii iii

ঘ) i, ii iii

২০. একটি ব্যাংক এক মাসে যে পরিমাণ চেক পরিশোধ করে তার মোট পরিমাণ কোনটি থেকে জানতে পারে?

ক) ব্যাংক বিবরণী

খ) জাবেদা

গ) খতিয়ান

) রেওয়ামিল

২১. উৎপাদিত পণ্যের ফরমায়েশ সংগ্রহের ব্যয় কোন ধরনের ব্যয়?

) প্রত্যক্ষ ব্যয়

খ) কারখানা উপরিব্যয়

গ) প্রশাসনিক উপরিব্যয়

ঘ) বিক্রয় উপরিব্যয়

২২. ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের রেওয়ামিলে নিচের কোনটি অন্তর্ভুক্ত হবে?

ক)১-১০-২০১৭ তারিখের হাতে নগদ

খ) ৩০-৯-২০১৮ তারিখের ব্যাংক জমাতিরিক্ত

গ) ১-১০-২০১৭ তারিখের ব্যাংক উদ্বৃত্ত

ঘ)৩০-৯-২০১৮ তারিখের মজুদ পণ্য

উদ্দীপকটি পড়ো এবং ২৩ নং প্রশ্নের উত্তর দাও।

রমনা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী জনাব রমেন্দ্র নিজ ব্যাংক হিসাব থেকে উত্তোলিত ১,৫০,০০০ টাকা, বন্ধুর নিকট থেকে ১,২০,০০০ টাকা ঋণ এবং কিছু আসবাবপত্রসহ মোট ২,৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন।

২৩. রমনা ট্রেডার্স-এর প্রারম্ভিক আসবাবপত্রের মূল্য কত?

ক) ,০০,০০০ টাকা

খ) ,২০,০০০ টাকা

গ) ,৩০,০০০ টাকা

),৫০,০০০ টাকা

২৪. ৫০,০০০ টাকা নিয়ে একটি প্রতিষ্ঠান ব্যবসায় শুরু করে। বছর শেষে মোট আয় ২০,০০০ টাকা এবং মালিকানা স্বত্ব ৬৫,০০০ টাকা হলে, মোট ব্যয়ের পরিমাণ কত?

ক) ৩৫,০০০ টাকা

খ) ৩০,০০০ টাকা

গ) ১৫,০০০ টাকা

ঘ) ৫,০০০ টাকা

২৫. কোন হিসাবটির পোস্টিং দ্বারা দেনাদারের উদ্বৃত্ত বৃদ্ধি-পেতে পারে?

ক) আন্তঃফেরত

খ) বহিঃফেরত

গ) ব্যাংক

ঘ) নগদান

২৬. "ব্যবসায়ে ব্যবহারের জন্য ফটোকপি মেশিন ক্রয়" কোন হিসাবে হিসাবভুক্ত হবে?

ক) অফিস সরঞ্জাম

খ) অফিস সাপ্লাইজ

গ) আসবাবপত্র

) ক্রয়

২৭. মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে অর্জিত সম্পদ কোনটি?

ক) ঘড়ি

খ) ক্যালকুলেটর

গ) কম্পিউটার

) স্ট্যাপলার

২৮. কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে?

ক) ব্যাংক চার্জ

খ) ব্যাংক হতে উত্তোলন

গ) ব্যাংক জমাতিরিক্তের সুদ

ঘ) ব্যাংক সুদ মঞ্জুর

২৯. কোনটি রেওয়ামিলে ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে?

ক) ব্যাংক জমার সুদ

খ) বিনিয়োগের প্রাপ্য সুদ

গ) প্রদত্ত ঋণ

ঘ) প্রাপ্য ভাড়া

৩০. আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কোন জাবেদার প্রয়োজন হয়?

ক) প্রারম্ভিক জাবেদা

খ) সমন্বয় জাবেদা

গ) সমাপনী জাবেদা

ঘ) সংশোধনী জাবেদা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪