দায় || Liabilities শ্রেণীর হিসাব
দায়ঃ (Liabilities)
কোন কিছু গ্রহনের জন্য ভবিষ্যতে যে অর্থ প্রদান করতে হতে হবে তাকে দায় বলা হয়।একটি ব্যাবসায়ের মোট সম্পত্তির বিপরীতে মালিক ব্যতীত তৃতীয় পক্ষের দাবীকে দায় বলে। যেমন- বিবিধ পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া ব্যয়, অনুপার্জিত আয়, ঋণপত্র, বন্ধকী ঋণ, ইত্যাদি।
দায় শ্রেণির হিসাবসমুহঃ
- প্রদেয় হিসাব
- পাওনাদার হিসাব
- ঋণ হিসাব
- বকেয়া খরচ হিসাব
- অনুপার্জিত আয় হিসাব
দায়ের শ্রেণীঃ
দায় দুই ধরণের হতে পারে ।১.দীর্ঘমেয়াদী
২.স্বল্পমেয়াদী
ডেবিট-ক্রেডিট নির্ণয়ঃ
দায় কমলে..... ডেবিট
দায় বাড়লে...... ক্রেডিট